সরিষাবাড়িতে চলছে ক্রান্তি নাটকের শুটিং।
নিজস্ব প্রতিবেদক :
সরিষাবাড়ী উপজেলায় পোগলদীঘা ইউনিয়নে বগারপাড় গ্রামের শুটিং স্পটে (৩য় তলা বিল্ডিং) চলছে হর হামেশা শুটিং। আজ ১৯/০৬/২০২৫ ইং(বৃহস্পতিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত চলছে ক্রান্তি নাটকের শুটিং। নাটকটির পরিচালক হাসান মেহেদী, নাটকটিতে অভিনয় করেন নির্জন নাহোয়েল, নুসরাত জাহান ফাতেমা,আশিক খান চৌধুরী সহ অনেকে।
ক্যামেরাম্যান মামুনুর রশিদ তুষার, প্রোডাকশন ম্যানেজার রুহুল আমিন, সহকারী প্রোডাকশন ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।শুটিং চলাকালে এলাকার উৎসুক জনতা এ সময় গাছের ডালে ও ওয়ালের উপর দিয়ে উঁকি ঝুঁকি করতে দেখা যায়।


Leave a Reply