পাহাড়ে পিসিপি জেএসএস প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন।
১০নভেম্বার ২০২৫।
উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি,থানচি বান্দর বান।
পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলার আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত, মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে বান্দরবানে থানচি উপজেলার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে থানচি, উপজেলায় বলিপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের এক বর্ণাঢ্য র্যালি প্রদর্ক্ষিণ করেন,র্যালি
শেষে বলিপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনের এক স্মরণসভায় অনুষ্ঠিত হয়।
সভায় জনসংহতি সমিতি জেএসএস রাজনৈতিক শাখা, বলিপাড়া ইউনিয়ন সভাপতি ও ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পদ-প্রার্থী মংক্যসিং মারমা সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলিপাড়া ইউনিয়নের সহ-সভাপতি সিংথোয়াই উ মার্মা, সদস্য কল্পরঞ্জন চাকমা,
শান্তি চাকমা, সদস্য ও ম্যনাই পাড়া কারবারী থোয়াইচিং মং মারমা এছাড়াও উপজেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সিংওয়াইমং মারমা,সদস্য অলিন্দ্র ত্রিপুরা, সদস্য মংমং মারমা প্রমূখ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ের এক অবিসংবাদিত নেতা। তাঁর নেতৃত্ব ও আদর্শ আজও জুম্ম সমাজের অনুপ্রেরণার উৎস।
বক্তারা আরো বলেন দীর্ঘদিন শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারনে দিনদিন পাহাড়ের আঞ্চলিক সংগঠনের নামে সংঘাত বাড়ছে। পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ও পাহাড়িদের স্বার্থ পরিপন্থী সকল কার্যক্রম প্রতিরোধ করে পার্বত্য চুক্তির বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোল গড়ে তোলার আহ্বানসহ *আসুন, আমরা সবাই মানবেন্দ্র নারায়ণ লারমার আত্মত্যাগকে স্মরণ করে তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই। বর্ণাঢ্য র্যালি ও স্বরণসভায়
জেএসএস রাজনৈতিক শাখা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), বলিপাড়া স্থানীয় ৭০-৮০ জনসাধারণ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।


Leave a Reply