January 15, 2026, 1:11 pm
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক মানবদেহের ভেদ তত্ত্ব ফসলি জমির মাটি কেটে নেওয়ায় দিগপাইতের দুইটি ইট ভাটাকে চার লক্ষ টাকা জরিমানা। রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ। কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ত্রিমুখীসংঘর্ষ ওই দেশের সেনাবাহিনী, আরাকান আর্মি এবং রোহিঙ্গা আরশাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ১ বাংলাদেশী শিশু গুলিবিদ্ধ।

সুংসুং পাড়ায় “সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ ” উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠান

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, November 22, 2025
  • 109 সময় দেখুন

সুংসুং পাড়ায় “সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ ” উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠান

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি
থানচি,বান্দরবান ২১ নভেম্বর ২০২৫খ্রী:

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস- ২০২৫ উপলক্ষে বান্দরবান রিজিওনেরও অধীনস্থ সুংসুং পাড়া আর্মি ক্যাম্পে আজ বিশেষ কর্মসূচি পালন করা হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সৌহার্দ্য আরও সুদৃঢ় রাখার প্রয়াসে আয়োজন করা হয় এক বিশেষ প্রীতিভোজের ।

পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়া সত্ত্বেও সদর দপ্তর, ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক দিকনির্দেশনায় সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন স্থানীয় নানান জনপদের নিরাপত্তা ও উন্নয়ন প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সফলভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় ও ধর্মীয় উৎসবসমূহ স্থানীয় সকল জনপদের সক্রিয় অংশগ্রহণে উদযাপন করা এ অঞ্চলের উল্লেখযোগ্য একটি মাইল ফলক।

আয়োজিত অনুষ্ঠানে সুংসুং পাড়া সাবজোনের আওতাধীন সকল পাড়ার কারবারিবৃন্দ, ধর্মযাজক, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন মেসবাহ উদ্দিন, ক্যাম্প কমান্ডার আর্মি ক্যাম্প ও ক্যাম্পের সেনা সদস্যগণ আমন্ত্রিত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয়। “দি ম্যাজেস্টিক টাইগার্সে”- এর সার্বিক তত্ত্বাবধানে সুংসুং পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার, উপস্থিত সকল কারবারি ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা উপহারসমগ্রী প্রদান করেন।

এসময় সুংসুং পাড়া কারবারি হামলাই বম বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও শ্রদ্ধার প্রতীক। আজ আমাদের এলাকায় নানান সম্প্রদায় ও জনপদের যে উন্নয়ন তা একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর অবদান । আমাদের নানান জনশূন্য পাড়া আজ সেনাবাহিনীর অবদানে শান্তিতে পরিবারসহ বসবাস করতে পারছে । সেনাবাহিনীর সাথে মিলে মিশে একসাথে এমন একটি গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন করা আমাদের জন্য অনেক গর্বের এবং আনন্দের বিষয়। ”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাবজোন কমান্ডার সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে একসাথে মিলে পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি পাড়ার শিশু-কিশোরদের স্কুলে প্রেরনের জন্য উদ্বুদ্ধ করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ এবং উত্তরোত্তর উন্নতি প্রত্যাশা করে ক্যাম্প কমান্ডার সাধুবাদ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD