সিরাজগঞ্জ-১ আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা
লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫ টার মধ্যে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা, এবি পার্টির মনোনীত প্রার্থী শাব্বির আহমেদ তামিম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোছা. মল্লিকা খাতুন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব মো. শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী মো. জহুরুল ইসলাম, নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবুর।
জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দলের মনোনীত প্রার্থীরাও মুঠোফোনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


Leave a Reply