সিরাজগঞ্জের কাজীপুরে নাশকতার অর্থ যোগানদাতা সন্দেহে নাসিম স্মৃতি সংসদ এর সভাপতি আটক, পুলিশের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় নাশকতা সৃষ্টিকারীদের অর্থের যোগানদাতা সন্দেহে মোঃ হেলাল উদ্দিন (পিতা:মৃত নিজাম উদ্দীন) নামের এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ১১টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের পূর্ব মাজনা বাড়ি গ্রামে স্থানীয় জনতা মোঃ হেলাল উদ্দিনকে আটক করে। পরে খবর পেয়ে কাজীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
আটককৃত মোঃ হেলাল উদ্দিন নাসিম স্মৃতি সংসদ বৃহত্তর মিরপুর-এর সভাপতি ছিলেন। তিনি বর্তমানে রাজধানী উন্নয়ন কর্পোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা যায় মনসুর নগর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আ”লীগের মশাল মিছিলের অর্থ যোগানদাতা হিসেবে তার নাম লোকমুখে শোনা যায়। তাহার গ্রাম:পূর্ব মাজনা বাড়ি, পোস্ট: কুমারিয়া বাড়ী, ইউনিয়ন: মনসুর নগর, উপজেলা: কাজীপুর, জেলা: সিরাজগঞ্জ।
পুলিশ জানায়, নাশকতার সঙ্গে অর্থ যোগানের অভিযোগে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে সর্বশেষ খবর জানতে কাজিপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


Leave a Reply