সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় ‘গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন মো:নাজমুল ইসলাম (নাজু)
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক পিংনা ইউনিয়ন বিএনপির সংগ্রামী ও সফল সভাপতি এবং সাংগঠনিক ব্যক্তিত্ব মো:নাজমুল ইসলাম (নাজু) এবার পেয়েছেন ‘গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’—সংগঠনিক দক্ষতা, সমাজসেবায় অগ্রণী ভূমিকা এবং মানুষের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ।
তিনি দীর্ঘদিন ধরে পিংনা ইউনিয়নে যুব সমাজকে সংগঠিত করে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নদীভাঙন কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান, এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান চোখে পড়ার মতো।
এই সম্মাননা প্রদান করে বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম,কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫।এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ও বিশেষ অতিথিবৃন্দ।
জনাব মো:নাজমুল ইসলাম (নাজু)বলেন—
“এই সম্মান শুধু আমার একার না, পিংনা ইউনিয়নের প্রতিটি মানুষের। আগামী দিনেও আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই—এটাই আমার অঙ্গীকার।”
এই পুরস্কার তাঁর সামাজিক ও রাজনৈতিক জীবনের এক অনন্য মাইলফলক বলে মনে করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


Leave a Reply