সরিষাবাড়ী যমুনা সার কারখানায়
গ্যাস সরবরাহ ও কারখানা চালুর দাবিতে শ্রমিক-কৃষকের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান।১৫ই আগস্ট(শুক্রবার)সকাল ৮টা ৩০ মিনিটে পরিদর্শনে আসেন। এ সময় শ্রমিক, কৃষক ও স্থানীয় জনতা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
পরিদর্শন উপলক্ষে কারখানার গেট এলাকায় শ্রমিক, কৃষক, স্থানীয় জনতা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং যমুনা সার কারখানার সিবিএ সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সেক্রেটারি মোঃ মোরশেদ আলম তালুকদারের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মজিদ, আহ্বায়ক সরিষাবাড়ী উপজেলা কৃষক দল। প্রধান অতিথি ছিলেন মামুনুর রশিদ (ফকির), সভাপতি পোগলদিঘা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি ছিলেন চান মিয়া (চানু), সাবেক সদস্য উপজেলা বিএনপি এবং মিজানুর রহমান (মিজান), সভাপতি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন জামালপুর। সঞ্চালনা করেন রাশেদুজ্জামান (লিটন), সাবেক সদস্য উপজেলা বিএনপি।
বক্তারা কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর জোর দাবি জানান। তারা বলেন, যমুনা সার কারখানা চালু হলে এলাকার অর্থনীতি চাঙ্গা হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং কৃষকরা সুলভে সার পাবে।
পরিদর্শন শেষে বিসিআইসির চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান সাংবাদিক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাক্ষাৎকারে জানান, আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।


Leave a Reply