পিংনায় খাদ্যবান্ধব চাল কেলেঙ্কারি: ডিলার পয়েন্ট থেকে রাস্তায় ধরা পড়ল দালাল চক্র
বিশেষ প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সরকারি এই চাল বাজারে পাচারের সময় স্থানীয় গোয়েন্দা বিভাগের নজরে পড়ে যায় পুরো ঘটনা।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পিংনা হাটের দক্ষিণ পাশে কব্বরখানা মসজিদের ভেতরে কিছু খুদে দালাল ১৫ টাকা কেজির সরকারি চালের বস্তা মজুদ করে রাখে। স্থানীয় চারটি ডিলার পয়েন্ট থেকে এই চাল সংগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা সদস্যরা টহলের সময় ঘটনাটি লক্ষ্য করেন। তবে তখন শর্তসাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়।
পরদিন বুধবার মেইয়া গ্রামের ব্রিজ পার এলাকায় আরও ১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, এই উদ্ধার অভিযানে এলাকায় আলোচিত যুবদল সভাপতি মিজান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল সক্রিয় ভূমিকা রাখেন। তারা অভিযোগ করেন, জলিল ভাণ্ডারের ডিলার পয়েন্ট থেকে নিয়মিতভাবে চাল বের হয়ে দালালদের হাতে চলে যাচ্ছে।
স্থানীয়রা জানান, এই চালগুলো পরবর্তীতে কমদামে কিনে মজুদ করে রাখা হয় এবং পরে খোলা বাজারে উচ্চ দামে বিক্রি করা হয়। এতে করে প্রকৃত দরিদ্র মানুষরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
গোটা ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবি—ডিলার, দালাল ও প্রভাবশালী মহলের যোগসাজশেই খাদ্যবান্ধব চাল পাচার হচ্ছে।
এ ঘটনায় তদন্তের জন্য উপজেলা প্রশাসন ও খাদ্য দপ্তরকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


Leave a Reply