আরাম নগর বাজারে চলমান কাজের ধীরগতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ব্যস্ততম আরাম নগর বাজারে চলমান কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি অবস্থায় পড়ে থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, বাজারের প্রধান সড়ক সংস্কারের কাজ শুরু হলেও অগ্রগতি খুবই ধীর। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ক্রেতা-বিক্রেতারা। বর্ষার মৌসুমে কাদা-পানি জমে চলাচল আরও দুরূহ হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা জানান, কাজের ধীরগতির কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে, এতে বাণিজ্যিক ক্ষতিও হচ্ছে।
ভুক্তভোগীরা দ্রুত কাজ শেষ করে জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


Leave a Reply