মাদক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সরিষাবাড়ীতে প্রশিক্ষণ কর্মশালা
জামালপুর প্রতিনিধি:
মাদক দ্রব্যের অপব্যবহার রোধ ও তামাকজাত দ্রব্য ব্যবহারের নিয়ন্ত্রণ বিষয়ে সরিষাবাড়ীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোহছেন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) জনাব লিজা রিছিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব রাশেদুল হাসান।
বক্তারা বলেন, মাদক ও তামাকদ্রব্য তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি। এ বিপদ থেকে রক্ষা পেতে সামাজিক সচেতনতা, পরিবারভিত্তিক প্রতিরোধ এবং আইনের কঠোর প্রয়োগ অপরিহার্য।
কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


Leave a Reply