স্টাফ রিপোর্টার :
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস–২০২৫ উদযাপন,
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, সনদ ও যুব ঋণ বিতরণ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সৈয়দ কামাল হোসেন(উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা)।প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজা রিছিল (সহকারি কমিশনার ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিং এবং উপজেলা বিএনপি’র সভাপতি জনাব আজিম উদ্দিন সাহেব।
অনুষ্ঠানে যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে নির্বাচিত যুবকদের মাঝে যুব ঋণের চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, “যুবসমাজই জাতির চালিকা শক্তি। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।


Leave a Reply