সরিষাবাড়ীতে সাপে কেটে নারীর মৃত্যু, হাসপাতালে ছিল না অ্যান্টিভেনম ইনজেকশন।
স্টাফ রিপোর্টার | জামালপুর | ৩০ আগস্ট ২০২৫, শনিবার
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সাপের কামড়ে খুকি (৩০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খুকি সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের মোস্তফা মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৩০ আগস্ট) ভোর রাতে খুকিকে সাপে কামড় দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে সাপের কামড়ের জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ না থাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কিছুক্ষণের মধ্যেই খুকির মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন,একটি সরকারি হাসপাতালে জরুরি জীবনরক্ষাকারী ওষুধ না থাকায় এমন মৃত্যু অগ্রহণযোগ্য।
সচেতন মহল দ্রুত হাসপাতালগুলোতে পর্যাপ্ত এন্টিভেনম ইনজেকশন সরবরাহের দাবি জানিয়েছেন।


Leave a Reply