সরিষাবাড়ীতে শান্তিপূর্ণভাবে পালিত হলো জন্মাষ্টমী
জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে সিমলা বাজার জগন্নাথ মন্দির থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর কৃষ্ণ কালী মন্দিরে গিয়ে শেষ হয়।
র্যালিতে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে ভক্তবৃন্দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী মহাদেব সাহা এবং সঞ্চালনা করেন শ্রী শংকর লাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি জনাব আজিম উদ্দিন আহমেদ। এছাড়াও সমাজসেবক বিকাশ চন্দ্র সাহা (লিটন)সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।
স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।


Leave a Reply