সরিষাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক-৩
নিজস্ব প্রতিবেদক:
৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন যুবককে আটক করেছে সেনাবাহিনীর বিশেষ টহল দল। গত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের একুশের মোড় এলাকায় টহল চলাকালীন এ অভিযান পরিচালিত হয়।
টহল দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন। রাত ৮টা ৩০ মিনিটে টহল চলাকালে তিনজন সন্দেহভাজন যুবককে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হচ্ছেন
মোঃ রুবেল মিয়া, পিতা ইন্তাজ উদ্দিন, গ্রাম: হাশরা মাঝালিয়া,
মোঃ হারুনুর রশিদ, পিতা মোঃ জয়নাল আবেদীন,
ও মোঃ জহুরুল ইসলাম (বাবু), পিতা মোঃ আজিজুল হক তারা একই গ্রামের বাসিন্দা।
অভিযানের পর রাত ১২টার দিকে আটক তিন যুবককে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানার ইন্সপেক্টর মোঃ ইকবাল হোসেনের কাছে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,
একুশের মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ বিশেষ মাদক বিরোধী অভিযান কে স্বাগত জানিয়েছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে যাবে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।
টহল দলের নেতৃত্বে থাকা কর্মকর্তা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তরুণ সমাজকে ধ্বংস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।


Leave a Reply