সরিষাবাড়ীতে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন
শুক্রবার । ১৭ অক্টোবর ২০৩৫ ইং ।
সরিষাবাড়ী, জামালপুর।
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
অদ্য ১৭ই অক্টোবর ২০২৫ ইং, শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারের ছাগলহাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জননন্দিত নেতা ফরিদুল কবির তালুকদার শামীম। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফেরানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। তারা বলেন, এ সাক্ষাৎকারের মাধ্যমে বিএনপির নীতিনির্ধারকদের অবস্থান ও লক্ষ্য আরও সুস্পষ্ট হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটি প্রদর্শনের উদ্যোগ জনগণের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরো অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং উপস্থিত জনতার করতালিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়l


Leave a Reply