সরিষাবাড়ীতে উদয়ন ক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৫/১২/২০২৫ ইং শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার উদয়ন ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
প্রফেসর আব্দুল্লাহ আল হারুন, সদস্য উপজেলা বিএনপি সরিষাবাড়ী,
মোঃ মোখলেসুর রহমান বুলবুল, সদস্য সরিষাবাড়ী উপজেলা বিএনপি,এবং মাওলানা মো:আবুল হোসেন লাটু সভাপতি সরিষাবাড়ী পৌর বিএনপি ১ নং ওয়ার্ড।
এছাড়াও উদয়ন ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা মো:মিনহাজ আলী।
আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।


Leave a Reply