সরিষাবাড়ীতে আওনা ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ৯ নভেম্বর ২০২৫ ইং (রবিবার)। বাটিকামারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে আওনা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সুরুজ মিয়া, সভাপতি ৪নং আওনা ইউনিয়ন বিএনপি।
সমাবেশ সঞ্চালনা করেন
মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক, আওনা ইউনিয়ন বিএনপি এবং
মোঃ মনজুরুল মোরশেদ শিমুল, সাংগঠনিক সম্পাদক, আওনা ইউনিয়ন বিএনপি।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তিনি তার বক্তব্যে বলেন,
“বিগত সালের ফ্যাসিস্টরা যেন আর পুনর্জীবিত হতে না পারে—এই লক্ষ্যকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র রক্ষায় সবাই এগিয়ে আসুন।”
বিশেষ অতিথি ছিলেন
মোঃ আজিম উদ্দিন আহমেদ, সভাপতি উপজেলা বিএনপি সরিষাবাড়ী।
এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, সভাপতি উপজেলা পৌর বিএনপি
ডা. হাসিবুজ্জামান শিবলী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি (যুবদল) আওনা ইউনিয়ন বিএনপি
মোঃ মনিরুজ্জামান (মাসুম) সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি।
মোঃ এনামুল হক (সুমন) সিঙ্গাপুর প্রবাসী
মোঃ মানিক মিয়া
মোঃ নজরুল ইসলাম প্রমুখ
সমাবেশে নেতাকর্মীরা একাধারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাদের বক্তব্য—
“দুঃসময়ে আমরা পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। ফ্যাসিস্ট হাসিনা সরকারের মত আমরা পালাবো না; দেশ ও জনগণের পাশে থেকেই লড়াই চালিয়ে যাব।
নেতৃবৃন্দ সভা থেকে সংগঠনের ঐক্যগঠন, মাঠ কার্যক্রম জোরদার এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করার আহ্বান জানান।


Leave a Reply