শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
জামালপুর, সরিষাবাড়ী (তারাকান্দি):শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যমুনা সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ৯/৮/২০২৫ ইং, শনিবার সকাল ৮ঃ০০ ঘটিকায় এক বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়। তারাকান্দি, সরিষাবাড়ী, জামালপুরে অবস্থিত কারখানা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যমুনা সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম চাঁন। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করতে হবে।” এসময় তিনি শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
সমাবেশে ইউনিয়নের নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে কারখানার সার্বিক অবস্থার উন্নয়ন, মজুরি বৃদ্ধি ও কর্মপরিবেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে জোরালো দাবি উত্থাপন করা হয়।
উল্লেখযোগ্য দাবিগুলো হল :
১। যমুনা সার কারখানায় পূর্বের ন্যায় দ্রুত গ্যাস সংযোগ দিতে হবে ।
২। শ্রমিক কর্মচারীদের মজুরি কমিশনের ১৫℅ প্রণোদনা দিতে।
৩। শ্রমিক কর্মচারীদের পদোন্নতি দ্রুত কার্যকর করতে হবে।
৪। শ্রমিক কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।
৫। এক কর্পোরেশন এক স্কেল প্রথা দ্রুত চালু করতে হবে।
অবশেষে শ্রমিক কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম চাঁন বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।


Leave a Reply