সরিষাবাড়িতে ঝিনাই নদীর ভাঙন থেকে কালী মন্দির ও মহাশ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন।
নিজস্ব প্রতিনিধি:(জামালপুর)
সরিষাবাড়ী (জামালপুর), ২৮ জুন ২০২৫ ইং(শনিবার)
ঝিনাই নদীর ভাঙনের কবল থেকে সরিষাবাড়ী উপজেলার কালী মন্দির ও মহাশ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৮ জুন) সকাল ১১ টায় ডোয়াইল ইউনিয়নের(চাপার কোনা বাজার)স্থানীয় জনগণ ও হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ঝিনাই নদীর অব্যাহত ভাঙনে পুরোনো কালী মন্দির ও মহাশ্মশান ঘাট হুমকির মুখে পড়েছে। দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা অবিলম্বে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply