শেরপুর আরডিএস কর্তৃক আয়োজিত
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন
মো:আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি
বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ অর্থায়নে পরিচালিত রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর আয়োজনে শেরপুর জেলা শহরে জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস-২০২৫ উদ্যাপন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১২ আগস্ট তারুণ্যের উৎসব-২০২৫ শ্লোগানে সকাল ১০:০০ ঘটিকায় শেরপুর উপ-পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুর থেকে জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান, এর উদ্ভোধন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আরডিএস এর প্রধান কার্যালয় এসে র্যালি শেষে উপস্থিত যুবদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ নুরুজ্জামান, আরডিএস এর সহকারি পরচিালক রতন কুমার সাহা, রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ এমদাদুল হক, লাইফ স্কিল ডেভেলপমেন্ট অফিসার অর্জুন চাম্বুগং, শেরপুর অঞ্চলের রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের গ্রাজুয়েট শিক্ষানবিশি তরুণ-তরুণীবৃন্দ, তরুণ উদ্যোক্তাসহ প্রায় ২০০ যুব ও অন্যান্য কর্মকর্তাগণ।
বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে উদযাপন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’’ ।
উল্লেখ্য যে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) রেইজ প্রকল্পের মাধ্যমে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার নিম্ন আয়ের পরিবারের বেকার তরুণ-তরণীদের ৬ মাস ব্যাপি শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সহায়তা করে আসছে। এছাড়াও তরুণদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং প্রকল্পের আওতাধীন পিছিয়ে পড়া তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ, ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ্য যে ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই প্রকল্পে ৩৪৫ জনকে ৬ মাস ব্যাপি কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ১৫ টি ট্রেডে ১৩৭ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।


Leave a Reply