লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
১৮ অক্টোবর ২০২৫, কুষ্টিয়া —
মানবধর্মের মহাগুরু, বাউল সম্রাট ফকির লালন সাঁইজি-এর ১৩৫তম তিরোধান দিবস আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে।
দিবসটি উপলক্ষে সকালে লালন একাডেমি ও বিভিন্ন বাউল সংগঠনের উদ্যোগে আখড়াবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় লালনের গান, দোয়া মাহফিল, ও আলোচনা সভা। দিনব্যাপী বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক মিলনমেলার পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“লালন ছিলেন মানবতাবাদী চিন্তার পথিকৃৎ। তিনি ধর্ম, বর্ণ, জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের মুক্তি ও সাম্যের বার্তা প্রচার করেছেন।”
এছাড়াও, সন্ধ্যায় শুরু হয় বাউল সাধকদের আখড়া সন্ধ্যা— যেখানে দেশজুড়ে আগত বাউলরা লালনের গান পরিবেশন করে স্মরণ করেন তাঁর অসাম্প্রদায়িক দর্শন।
লালন একাডেমির সাধারণ সম্পাদক জানান,
প্রতিবছর লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। তবে এ বছর আখড়াবাড়ির সংস্কারকাজ চলায় মূল অনুষ্ঠান একদিনেই সীমিত রাখা হয়েছে।”
উল্লেখ্য, বাউল সম্রাট ফকির লালন শাহ ১৭৭৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৯০ সালের ১৭ অক্টোবর পরলোকগমন করেন। তাঁর গান ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক, মানবতার চেতনায় অনুপ্রেরণা জোগায় প্রজন্ম থেকে প্রজন্মে।


Leave a Reply