মোঃ গিয়াস উদ্দীন,কক্সবাজার।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ৩৪ বিজিবির রেজুখাল চেকপোস্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির তথ্য অনুযায়ী,সকাল ৮টার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে সদস্যরা ঝাউবাগান এলাকায় তল্লাশি চালালে পরিত্যক্ত অবস্থায় এসব কারেন্ট জাল দেখতে পান।
উদ্ধারকৃত জাল স্থানীয়ভাবে মাছ শিকারে ব্যবহৃত হলেও এ ধরনের জাল সামুদ্রিক সম্পদ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় আইনগতভাবে নিষিদ্ধ।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কারেন্ট জালের মতো ক্ষতিকর জিনিসপত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানিয়েছে,উদ্ধার করা জাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৩৪ বিজিবির পক্ষ থেকে বলা হয়,দীর্ঘদিন ধরেই এই ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। ‘
স্থানীয়রা জানান,নিয়মিত অভিযানের ফলে চলমান থাকায় এলাকায় অবৈধ কর্মকাণ্ড কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বেড়েছে।


Leave a Reply