রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক তিন
মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জাতীয় শ্রমিকলীগের রামগড় পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৩০) ও রামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (৩৯)। এরআগে বুধবার মধ্যেরাতে রামগড় ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪৫) কে আটক করে রামগড় থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রামগড় উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’


Leave a Reply