রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক কাউনিয়া থানা দ্বি- বার্ষিক পরিদর্শন
স্টাফ রিপোর্টার
রংপুর।
আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১৫: ৪৫ ঘটিকায় রংপুর জেলার কাউনিয়া থানা দ্বি- বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম কাউনিয়া থানায় উপস্থিত হলে রংপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন রেঞ্জ ডিআইজিকে সাদরে গ্রহণ করেন। অতঃপর একটি চৌকস প্যারেড দল কাউনিয়া থানা প্রাঙ্গণে ডিআইজিকে গার্ড অফ অনার প্রদান করে।
অতঃপর ডিআইজি কাউনিয়া থানার সকল নথি পত্র দ্বি বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
অতঃপর ডিআইজি কাউনিয়া থানার অস্ত্রাগার, বিভিন্ন অফিস কক্ষ এবং হাজতখানা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,
রংপুর পুলিশ সুপার সহ আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল, রংপুর এবং কাউনিয়া থানার অফিসার ইনচার্জসহ কাউনিয়া থানার সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply