মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত -৫
ভ্রাম্যমান প্রতিনিধ:
মোঃ সাইফুল ইসলাম মোল্লা(মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে রাজনৈতিক পূর্ব বিরোধের জেরে বিএনপির দুইটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরকেওয়ারের কদমতলী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—শাহাজাহান বেপারী, আবুল হোসেন বেপারী, শাহাদাত বেপারী, আব্দুল সালাম বেপারী ও আব্দুল হক বেপারী। তারা বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের দুই প্রভাবশালী বিএনপির রাজনৈতিক গ্রুপ—হাকিম মিজি ও সাঈদুর রহমান ফকির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই পূর্ব বিরোধের জের ধরেই হাকিম মিজির অনুসারী মন্টু সরকারের নেতৃত্বে প্রতিপক্ষ সাঈদুর ফকিরের লোকজনদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানায় স্হানীয়রা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply