মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি:+মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কাম/ড়ে এক শিশুর মৃ/ত্যু হয়েছে। তার নাম ইয়াসিন শেখ (৪)। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াসিন তার দাদীর কোলে বসে থাকার সময় হঠাৎ ভিমরুলের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে মৃ/ত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, ‘শিশুটিকে এখানে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দেখি সে মা/রা গেছে। পরে মৃত/দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply