মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’—অভিভাবকদের হতাশা
নিজস্ব প্রতিবেদক | জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বন্ধ রয়েছে পাঠদান ও নির্ধারিত পরীক্ষা। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও মূল্যায়ন কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় শিশুদের পাঠ্যসূচি পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মৌলিক শেখার ক্ষতি হচ্ছে। অনেকে জানান, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সন্তানদের শিক্ষা কার্যক্রম পুরোপুরি থমকে গেছে।
একাধিক অভিভাবক বলেন, “শিক্ষকদের দাবি-দাওয়া থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা বন্ধ রাখা কোনো সমাধান নয়। দ্রুত সমস্যার সমাধান না হলে শিশুদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”
এদিকে শিক্ষক প্রতিনিধিরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়েই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করতে হচ্ছে। দাবি পূরণ হলে তারা দ্রুত বিদ্যালয়ে ফিরবেন বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অভিভাবকেরা, যাতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করা যায়।


Leave a Reply