মাটিরাঙ্গায় শিক্ষকের থাপ্পড়ে তৃতীয় শ্রেণির ছাত্র হাসপাতালে ভর্তি
মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ(মোহাম্মদ ফরিদ)
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত (৮) শিক্ষকের মারধরের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ফারুক হোসেন তাকে শারীরিকভাবে শাস্তি দেন, যার পরিণতিতে ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে সামান্য এক বিষয়ে বকাঝকা করার পর শিক্ষক ফারুক হোসেন রিফাতকে বেশ কয়েকটি থাপ্পড় মারেন। এতে রিফাত মাথা ঘুরে পড়ে যায় এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রিফাতের পরিবারের দাবি, এই অমানবিক ঘটনার জন্য দায়ী শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং শিক্ষাঙ্গনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি তুলেছেন।
এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply