বান্দরবানে থানচির উপজেলায় বলীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল জামায়াতের আমির।
উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি,থানচি বান্দরবান, ২৬ অক্টোবর ২০২৫
বান্দরবানের থানচি উপজেলার মধ্যরাতের বলীবাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমির আব্দুচ সালাম। এবং ক্ষতিগ্রস্তদের নগদ ৬০০০ হাজার করে মোট ৭৮০০০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকাল ২ ঘটিকায় অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত বলিবাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অন্যান্যদের খোঁজ খবর নেন এবং কথা বলেন।
পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার নায়েব আমির ও সংসদ পদপ্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম, বান্দরবান জেলা ছাত্র শিবিরের সভাপতি শামছু উদ্দীন, বলিবাজারের বাজার চৌধুরী ও আওয়ামী লীগের সাবেক সভাপতি বাশৈচিং চৌধুরী এবং ৪নং বলী পাড়া ইউ পি প্রাক্তন চেয়ারম্যান( ও) ৩৫৪ নং কেঙ্গু মৌজা হেডম্যান ক্যসাউ মারমা তার সাথে, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির সভাপতি ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকসহ প্রায় অর্ধশতাধিক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর আমির আব্দুচ সালাম বলেন, একটি আনাকাঙ্খিত দুর্ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ফায়ার সার্ভিস না থাকলে বাজারের অন্যান্য দোকান গুলির ও পুরিয়ে ছাই হতো। আগামি নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে অত্র বাজারের অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে সকল নাগরিকদের সাথে আলোচনা ক্রমে নাগরিকদের চাহিদা পুরনে আপ্রাণ চেস্টা করবো। এছাড়াও জামায়াত কোন ধর্ম বর্ন ভেদাভেদ রাজনিতি করিনা সকল সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ রাস্ট্র বিনির্মান করা হবে। জামায়াত ইসলামী সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। প্রাথমিকভাবে ৬ হাজার দিলে ও ভবিষ্যতে আর ও ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
পরিদর্শন শেষে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেল ৫ ঘটিকায় সফরসঙ্গীসহ বান্দরবানের উদ্দেশ্যে ফিরে যান।


Leave a Reply