বান্দরবানের থানচি উপজেলার সম্প্রতিকালের বলিবাজারের অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ১৩ দোকান ব্যবসায়ীদের পাশে দাড়াইলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বিশেষ প্রতিনিধি (থানচি)
উশৈনু মারমা।
বুধবার ২৯ অক্টোবর দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতি দোকান ব্যবসায়ীকে ১৫০০০ হাজার টাকা চেক ও জেলা পরিষদের অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খামলাই ম্রো ব্যক্তিগত নগদ ২ হাজার ২৬ হাজারসহ মোট ২ লাখ ২১ হাজার টাকা এবং ২ বান্ডিল করে ২৬ বান্ডিল ঢেউ টিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়েছে।
বলিবাজার নব নির্মিত জেলা পরিষদের বাজার সেট প্রাঙ্গনের এ সব এক কালীণ অনুদান বিতরণ করেন জেলা পরিষদের অন্যতম সদস্য খামলাই ম্রো।
খামলাই বলে, একটি অনাকাঙ্খিত দুর্ঘটনার প্রাকৃতিক দুর্যোগ ছিল। একজনের অসাবধানতা কারনে সকলের ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন মানুষের নিত্য প্রয়োজনীয়তা রইয়েছে তবু ব্যবহারের সাবধানতা সতর্কতা রাখতে হবে সকলেরই। ব্যবহারের সাবধানতা সতর্কতা থাকলে কেবল প্রাকৃতি দুর্যোগ হতে রক্ষা পাবে অন্যথায় নয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান থানজামা লুসাই আপনাদের অত্যন্ত মানবিক দৃষ্চিকোন থেকে দেখে তাই গতকাল জেলা পরিষদের সভা কক্ষে সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভায় তিনি কৃষি ও সোনালী ব্যাংকের মহা ব্যবস্থাপকের বলে দিয়েছে। বলিবাজারে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের ব্যবসায়ীদেরকে মোটা অংকে স্বল্প সুদে ঋণ দিতে। তারা যেন ফের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে স্বক্ষমতা ফিড়ে পাই। এ ছাড়াও জেলা পরিষদ সর্বদায় অসহায় জনগনের পাশে আছে ছিল ও থাকবে। ক্ষতিগ্রস্তদের সমর্থনুসারে সর্বাতক সহযোগীতা প্রদানের সকল জিও এনজিও এবং বৃত্তবান ব্যক্তিবর্গদের পরামর্শ দিয়েছে। অতিদ্রুত আপনারা এর প্রতিফলন পাবেন।
এ সময় উপজেলার বিএনপি সিনিয়র সহ সভাপতি ও সাবেক বলিপাড়া ইউপি চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি জাফর আহম্মদ, বলিপাড়া ইউপি মেম্বার সজল কর্মকর্কার, ব্যবসায়ী বুলবুল পাল, বিএনপি বলিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মংসিংউ মারমা, ব্যবসায়ী মো: দেলোওয়ার হোসেন, জগদ দাশ প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সংক্ষিত আলোচনা সভা শেষে জেলা পরিষদের অনুদানের চেক ও ঢেউটিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়।


Leave a Reply