বলী পাড়ায় কালভার্টে মৃত্যুফাঁদ
থানছি বলীপাড়ায়,সেন্স ফ্রান্সিস জেভেয়ার হাই স্কুল ও ২০টি বিভিন্ন পাড়া যাতায়াতে চরম দুর্ভোগ।
উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি:(থানছি বান্দরবান)
থানচি উপজেলার ৪নং বলী পাড়া ইউনিয়নে সেন্স ফ্রান্সিস জেভেয়ার হাই স্কুলে যাওয়ার একমাত্র কালভার্টটি ভেঙে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এলজিডি টেন্ডারের আওতায় নির্মিত এই কালভার্ট মাত্র এক বছরের মাথায় ভেঙে পড়ায় শিক্ষার্থী ও এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী ওই কালভার্ট দিয়ে যাতায়াত করে। তবে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সময় পানির প্রবাহে ভাঙা অংশ দিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়। ফলে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো নিয়েও আতঙ্কে রয়েছেন।
গ্রামবাসী ও সেন্স ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলে প্রতিনিধি, অভিযোগ করে বলেন, “নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। তাই মাত্র এক বছরের মধ্যেই কালভার্ট অকার্যকর হয়ে পড়েছে। এখন এটিতে চলাচল মানে মৃত্যুর মুখে যাওয়া।”
অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার সময় গর্ত ও দুর্বল অংশ মাটি ও লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এতে কয়েক মাস টিকে থাকলেও বর্তমানে ভাঙন স্পষ্ট হয়ে পড়েছে।
এলাকার জনগণ দ্রুত টেকসই ও স্থায়ীভাবে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছে। তাদের মতে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে জরুরি ভিত্তিতে নতুন কালভার্ট নির্মাণ ছাড়া বিকল্প নেই।


Leave a Reply