ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি:
দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা কুষ্টিয়ার সকল জনগণের ব্যানারে আয়োজিত মিছিলটি এনএসরোড বড় মসজিদ থেকে শুরু হয়ে শহরের মজমপুর গেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে মুসল্লি, শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, যুবক ও সাধারণ জনতা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষ ও শিশুদের ওপর ইসরাইলের অব্যাহত বর্বর হামলার তীব্র নিন্দা জানানো হয়। মিছিলে অংশগ্রহণই যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উচিত ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফিলিস্তিনিরা একা নয়, আমরা আছি তাদের সঙ্গে’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’ ইত্যাদি স্লোগান দেন।


Leave a Reply