প্রবারণা পূর্ণিমা উপলক্ষে থানচির বলী পাড়ায় ঢাক-ঢোলের তালে রথ শুভযাত্রা উৎসব।
বিশেষ প্রতিনিধি:
উশৈনু মারমা(থানচি)
বান্দরবান | ০৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ
বান্দরবান জেলার থানচি উপজেলার ৪নং বলী পাড়ায় আজ মঙ্গলবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য রথ শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পাড়াজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক, ঢোল, করতাল ও বাঁশির তালে তালে রথযাত্রা ঘিরে এক অপূর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়।এবং(রথ যাত্রা ) প্রথম যাত্রা শুরু হয় বলী,পাড়ায়,মনাই পাড়া বৌদ্ধ বিহার,( প্যাগোডা) থেকে শুরু হয়।
রঙিন পতাকা, ফুল ও আলোকসজ্জায় সজ্জিত রথটিকে শত শত ভক্ত দড়ি টেনে নিয়ে যান পাড়ার প্রধান সড়ক ঘুরে বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে। ভক্তরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের পুরো পরিবেশ জুড়ে ছিল আনন্দধ্বনি, “বুদ্ধং শরণং গচ্ছামি” মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় গান।এবং মন্রোচ্চারণ শেষে .
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য (এ্যাড)উবাথোয়াই মারমা জানান, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস সমাপ্তির স্মরণে পালিত হয়। এই দিনে পাপ মোচন ও ধর্মীয় শুদ্ধতার প্রতীক হিসেবে রথযাত্রা বিশেষ তাৎপর্য বহন করে।
উৎসবে মনাই পাড়া বিহারোধ্যক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও নানা বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। রথযাত্রা শেষে বিহারে ধর্মীয় উপাসনা, প্রদীপ প্রজ্জ্বলন ও শান্তি প্রার্থনার আয়োজন করা হয়।


Leave a Reply