নারী পাচার থেকে এখন মাদকের রাজ্য — আসমা ও তার স্বামী সানির সিন্ডিকেটে আতঙ্কিত এলাকাবাসী
বিশেষ প্রতিনিধি:
এক সময় নারী পাচারকারী হিসেবে পরিচিত আসমা এখন জড়িয়েছে আরও ভয়াবহ অপরাধে—মাদক ব্যবসায়। জানা গেছে, স্বামী সানিকে নিয়ে সে গড়ে তুলেছে একটি শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট, যা বর্তমানে পুরো অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসমা দীর্ঘদিন ধরে নারী পাচারের সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি সে বিয়ের মাধ্যমে যুক্ত হয় কুখ্যাত মাদক ব্যবসায়ী সানির সঙ্গে, যাকে এলাকার মানুষ “ইয়াবা সম্রাট” হিসেবে চেনে। বিয়ের পর থেকে দু’জন মিলে মাদক ব্যবসা আরও বিস্তৃত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই দম্পতির সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকা থেকে রাজধানী পর্যন্ত। তাদের এই অপরাধ চক্রের সাথে যুক্ত রয়েছে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, যারা তাদের নিরাপত্তা ও ব্যবসায়িক সহায়তা প্রদান করছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, আসমা ও সানির বিরুদ্ধে বহুবার মৌখিক অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাদক ব্যবসা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
স্থানীয়রা দ্রুত এই ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


Leave a Reply