1. admin@dainikjanatarkhobor.com : admin :
  2. rashedulislam.cu1981@gmail.com : Md. Rashedul Islam : Md. Rashedul Islam
  3. rimedia089@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের সরিষাবাড়ীতে উৎসব মুখর পরিবেশে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত। দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ। ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত নীলফামারীতে টিটিসির উদ্যোগে শুরু হল অভিবাসী সেবা সপ্তাহ। কাজিপুরে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট, ৭০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে পুরোহিতকে মারধর রাজশাহীতে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত জামালপুরের সরিষাবাড়ীতে শ্বাসরুদ্ধ করে এক নারীকে হত্যা কুলিয়ারচরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সৈয়দপুরের গর্ব মারুফা পেলেন বিকেএসপি থেকে’লিজেন্ডারি খেলোয়াড় সম্মাননা 

ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১ সময় দেখুন

ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সকাল থেকেই উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে উপজেলা বিজয় চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম, ডিমলা ফায়ার সার্ভিসের লিডার নুর মোহাম্মদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ওয়াসিম ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রকোনুজ্জামান বকুল, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ ও সাইদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ।

এ সময় উপজেলা মাঠে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের মাঝে বিশেষ খাবার, কম্বল ও সম্মানী ভাতা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি শুধু একটি ভূখণ্ড নয়, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচয় লাভ করে। মুক্তিযুদ্ধের চেতনা আজও আমাদের পথনির্দেশক। স্বাধীনতার বিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধীদের দোসর ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও স্বৈরাচারী মানসিকতা স্বাধীনতার চেতনার পরিপন্থী। এসব অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আজকের সবচেয়ে বড় দায়িত্ব।

এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে পুরো ডিমলা বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ওঠে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD