মো:গিয়াস উদ্দিন
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার, ১৯ নভেম্বর:
টেকনাফের হোয়াইকং কাঞ্জারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাড়ির বনেটের নিচে লুকানো অবস্থায় ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
অভিযানে গাড়িটি জব্দ করা হয় এবং একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মাদক, গাড়ি এবং আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply