মো:রকিবুজ্জামান
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকায় দিনে-দুপুরে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সামাদ শরীফকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে তার স্ত্রী সুফিয়া বেগম টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার, বিকাল ৪টার সময় চরশ্রীরাম কান্দি শরিফ বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায়।
ভুক্তভোগী:সামাদ শরীফ, পিতা: কানছু শরীফ, গ্রাম: শ্রীরামকান্দি, তিনি বলেন আমি মিস্ত্রিদের বিল দেওয়ার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলাম ব্রিজ এলাকায় পৌঁছালে আমাকে মারধর করে আমার ব্যবহারিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তরা হলেন,১,কিনু শরীফ (৫৫), পিতা: তপল শরীফ, ২,মোহাম্মদ উল্লাহ শরীফ (২৮) পিতা: কিনু শরীফ, ৩,আহমদ উল্লাহ শরীফ (২৫), পিতা: কিনু শরীফ, ৪,ঝরনা বেগম (৪৬) স্বামী: কিনু শরীফ
সকলেই একই গ্রামের বাসিন্দা।
তারা পরিকল্পিতভাবে হাতুরি, রামদা ও কাঠের সাইজ দিয়ে সামাদ শরীফের উপর অতর্কিত হামলা চালায়। তার শরীরে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেছে বলে দাবি করেছেন সামাদ শরীফের স্ত্রী সুফিয়া বেগম।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো: আইয়ুব আলী বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে।


Leave a Reply