টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: মো: রাকিবুজ্জামান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা। মঙ্গলবার (২৫ নভেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগের ঘোষণা দেওয়া নিশিকান্ত কুশলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে নিশিকান্ত বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু এখন অসুস্থতার কারণে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে আমি আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে জড়িত থাকব না।


Leave a Reply