টাঙ্গাইলের গোপালপুরে ভেঙ্গুলা ব্রীজ সংলগ্ন রাস্তার বেহাল দশা।
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ভেঙ্গুলা ব্রীজ সংলগ্ন পূর্বাংশের বর্তমানে মারাত্মক বেহাল অবস্থায় হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এর ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ পর্যন্ত।
৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার) সকালে এই রাস্তার বেহাল দশার কারণে একটি পাট ভর্তি ট্রাক উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় গভীর গর্ত ও খানাখন্দ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এই ঘটনায় পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দেরিতে গন্তব্যে পৌঁছায়, আর জরুরি রোগীবাহী যানবাহন আটকা পড়ে যায়। স্থানীয়রা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়— প্রায়ই এই রাস্তায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ হচ্ছে না। বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে সড়ক একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। তারা দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।


Leave a Reply