জামালপুর-৪ সরিষাবাড়ীতে ধানের শীষের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ৪নং আওনা ইউনিয়নের জন্নাথগঞ্জ ঘাট বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
জামালপুর জেলা বিএনপি’র সভাপতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করা হয়।
আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন —
৪নং আওনা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোরশেদ (শিমুল), ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ এবং ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিক।
পথসভাটি পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হাই, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আজাদ, ইলিয়াস, রাজ্জাক, আওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শিপন মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিমন, যুবদলের যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল মোঃ নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।


Leave a Reply