জামালপুর সদর উপজেলার, দিগপাইত ইউনিয়নে( দিগপাইত মানবসেবা রক্তদান ফাউন্ডেশন)সংস্থাটি মানব কল্যাণের দৃষ্টান্ত উদাহরণ।
স্টাফ রিপোর্টার:(আনোয়ার হোসাইন)
জামালপুরে( দিগপাইত মানবসেবা রক্তদান ফাউন্ডেশন) এর উদ্যোগে ১২ই জুলাই শনিবার দিকপাইত ইউনিয়নের মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসায়( ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প) করে, এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেন। চিকিৎসায় সম্পূর্ণ আর্থিক খরচ বহন করে (দিগপাইত মানবসেবা রক্তদান ফাউন্ডেশন)। বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে সন্তুষ্ট অসহায় ও দরিদ্র মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন,সংস্থাটির দুই উপদেষ্টা, চঞ্চল ইসলাম, ও সুমন আহমেদ। এছাড়াও সভাপতি, সাগর আহাম্মেদ এবং সার্বিক তত্ত্বাবধানে অর্থ সম্পাদক রাজু আহমেদ শাকিল। সদস্য বৃন্দ ১.আকাশ আহমেদ ২.সাব্বির হোসেন ৩.বিজয় আহমেদ ৪.আঃ বাকী ৫.আলপনা ৬.জুয়েল আহমেদ ৭.ও ফিমা আক্তার। এছাড়াও মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও সমাজসেবক শাহিন আহমেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন, সত্য ছায়া সামাজিক সংগঠন। এবং চক্ষু চিকিৎসা পরিচালনা করেন, যমুনা চক্ষু হাসপাতালের বিজ্ঞ চিকিৎসকগণ। এবং আর্থিক সহযোগিতা করে থাকেন,( আলী ন্যাশনাল রাইস অ্যান্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ)।
( দিগপাইত মানব সেবা রক্তদান ফাউন্ডেশন) সর্বদাই মানব সেবায় সক্রিয়। সংস্থাটি বিভিন্ন সময় সামাজিক উন্নয়নে ও মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে উল্লেখ্যঃ জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, ও রক্তদান, রক্ত পরীক্ষা কর্মসূচি, চক্ষু চিকিৎসা, ফিজিওথেরাপি ইত্যাদি কর্মসূচির মাধ্যমে মানবসেবা করে যাচ্ছে।


Leave a Reply