বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয়বারের জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় ফরিদুল কবির শামীম তালুকদারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে টানা তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী-১৪০ আসনের জনপ্রিয় নেতা হ্যামিলনের বাঁশিওয়ালা ক্ষ্যাত জনাব মো: ফরিদুল কবির তালুকদার (শামীম)। এ উপলক্ষে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, সরিষাবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে ২৪/০৯/২০২৫ ইং (বুধবার)এক অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রাশেদুল ইসলাম (রাঙ্গা), মোঃ হুমায়ুন কবির (শ্যামল), মোহাম্মদ আব্দুল বাছেদ, থানা বিএনপির প্রচার সম্পাদক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ফরিদুল কবির শামীম তালুকদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: রাশেদুল ইসলাম (রাঙ্গা)।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো: হুমায়ুন কবির (শ্যামল)।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের উপদেষ্টা গনি সরকার, প্রচার সম্পাদক মো: হারুনুর রশিদ, শাহরিয়ার রহমান(দপ্তর সম্পাদক), শাহনাজ পারভীন(মহিলা বিষয়ক সম্পাদক)মো:বুলবুল আহমেদ এবং সুজল উদ্দিন প্রমুখ।
অভিনন্দন অনুষ্ঠানে বক্তৃতাকালে ফরিদুল কবির শামীম তালুকদার বলেন—
“গণমাধ্যমকর্মীরা দেশের সাধারণ মানুষের দুঃখ, কষ্ট ও মনের কথা তুলে ধরেন। অবশ্যই সঠিক তথ্য জনগণের সামনে পৌঁছে দেওয়া সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। পূর্বে কোনো ভুলভ্রান্তি থাকলেও যাচাই-বাছাই করে সত্য তুলে ধরা জরুরি।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। বিএনপি ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে জেলা বিএনপির পুনঃনির্বাচিত সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করা হয়।


Leave a Reply