জামালপুরের সরিষাবাড়ীতে উৎসব মুখর পরিবেশে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।
নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে ।
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির দিয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে শহীদ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয়।
সকাল সাড়ে আটটায় সরিষাবাড়ী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে প্রশাসনের পক্ষে থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের
উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামান। এ সময় উক্ত অনুষ্ঠানে বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ,উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিসিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে বাংলাদেশের সমৃদ্ধী কামনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামান।
এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাসনিমুজ্জামান ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া।
পরে পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ
মাধ্যমে সালাম গ্রহণ এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে উপজেলার অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।
এর আগে উক্ত অনুষ্ঠানে ১৪০- জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম
বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য আলোচনা ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতার কামনা করেন।
সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Leave a Reply