চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আয়োজিত ট্রলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আয়োজিত ট্রলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আয়োজিত ট্রলি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোগীদের উন্নত, দ্রুত ও সুশৃঙ্খল সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ১৩টি উন্নতমানের ট্রলি হস্তান্তর করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় হাসপাতালের সার্বিক সেবা উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষভাবে হাসপাতালের সামনের সড়কে যানজট নিরসন, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে মতবিনিময় করা হয়।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।


Leave a Reply