চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :(২৭-০৯-২৫) টেকসই উন্নয়নে পর্যটন”
“Tourism and Sustainable Transformation”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে “বিশ্ব পর্যটন দিবস-২০২৫” উপলক্ষে নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে দোয়েল মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা সভাটি সভাপতিত্ব করেন আহমেদ মাহবুব‑উল‑ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।


Leave a Reply