চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি : (১৮-০৮-২৫) চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জানা গেছে,
আজ ১৭ আগস্ট রবিবার সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রাঙ্গণে এডিপি (Annual Development Programme) তহবিলের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের নিকট মোট ২৪টি সেলাই মেশিন বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের প্রকল্পের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমিন আক্তার, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা এবং জনাব এইচ. এম. সালাউদ্দীন মনজু, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ, চুয়াডাঙ্গা। এছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


Leave a Reply