চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিদর্শন
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
আজ ২২ জুলাই চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। দিনের শুরুতে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি যৌন হয়রানি (ইভটিজিং) প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ”মানবতার জন্য” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক তিতুদহ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি ডিজিটাল সেবার মানোন্নয়ন এবং সাধারণ জনগণের সহজলভ্য সেবা নিশ্চিতকরণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি তিতুদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।পরিদর্শনকালে ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে তিনি সেবা গ্রহণকারীদের সন্তুষ্টি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অতঃপর তিনি বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলাবোধ জোরদারকরণ বিষয়ে আলোচনা করেন।
এছাড়া তিনি তিতুদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যসেবা কার্যক্রমের মান যাচাই করেন এবং স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসক গিরিশনগর সাপ্তাহিক হাট-বাজার পরিদর্শন করেন এবং বাজার ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত দিনব্যাপী পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসক মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. আশিস মোমতাজ, এবং জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল নাঈম।


Leave a Reply