চুয়াডাঙ্গায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : (২৫-০৯-২৫) চুয়াডাঙ্গায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, চুয়াডাঙ্গার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় একটি বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় আয়োজিত “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উপলক্ষে, যেখানে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় আলোচকবৃন্দ টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রয়োজনীয়তা, তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে মতামত প্রদান করেন। একইসঙ্গে অংশগ্রহণকারীরা সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম আরও ব্যাপকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply