চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপিত ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৫-০৮-২৫) : সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার (৩৬ জুলাই) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপিত হয়েছে। দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
দিবসের শুরুতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা, জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চিৎলা, আলমডাঙ্গায় অবস্থিত শহিদ মো: মাসুদ রানার কবর এবং শংকরচন্দ্র, চুয়াডাঙ্গা সদরে অবস্থিত শহিদ মো: শাহারিয়া এর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে শহিদ পরিবার ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার ব্যবস্থাপনায় এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে জুলাই গণআন্দোলনে শহিদ, আহত ও সংশ্লিষ্ট পরিবারবর্গকে সম্মান জানিয়ে তাদের হাতে স্মারক ক্রেস্ট, উপহারসামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা; জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


Leave a Reply