চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে মুদি দোকান ও বীজ,
কীটনাশকসহ বিভিন্ন পণ্যের দোকানে অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি (২০-০৮-২৫) : চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকায় অভিযান পরিচালিত হয়।
আজ সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, জ্বালানী গ্যাস ও বীজ ভান্ডার প্রভৃতি তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন,এ সময় মেয়াদ উত্তীর্ণ ম্যাগনেসিয়াম সার বিক্রয়ের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে বিসিআইসি সার ডিলার জনাব মো: আব্দুল বারীর প্রতিষ্ঠান মেসার্স আব্দুল বারীকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ, মানহীন ও নিন্মমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুসারে জনাব মো: আব্দুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরকে ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৮০ হাজার টাকা (আশি হাজার) জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো: মাহফুজ রহমান; ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


Leave a Reply